আমার জীবনের একটা বড় অধ্যায় হলো মেস এর জীবন. যে খান থেকে আমি আমার জীবনের অনেক কিছু শিখেছি। ভালো মন্দ আনন্দ বেদনা সব কিছু। এটা এমন একটা জীবন যেখানে অনেক কিছুর অভাব থাকে, যা পুরন করা যাই না । প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বে ও অনেক কিছু করা যাই না । অনেক আশা আর বুক ভরা স্বপ্ন নিয়া রাত গুলো পার কারা।
No comments